marketing@adseba.com
Dhaka Bangladesh

Digital Advertisement Service

test-01-1920-1243
৫০০ টাকার নোট এর নিরাপত্তা বৈশিষ্ট্য- ২০২৩
Home » Daily Life  »  ৫০০ টাকার নোট এর নিরাপত্তা বৈশিষ্ট্য- ২০২৩
৫০০ টাকার নোট এর নিরাপত্তা বৈশিষ্ট্য- ২০২৩
৫০০ টাকার নোট এর নিরাপত্তা বৈশিষ্ট্য জেনে নিন, তাহলে জাল টাকা চিনতে আর অসুবিধা হবে না। তাই আমরা চেষ্টা করেছি জাল নোট চেনার উপায় গুলো তুলে ধরতে। আমরা জানি যে, বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। নোট ছাপানো ও তার নিরাপত্তার বিষয়টিও তারাই দেখে থাকেন। এ সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এখান থেকেই পাই। এখন আমরা দেখব সর্বশেষে বাংলাদেশ ব্যাংক যে ৫০০ টাকার নোট অবমুক্ত করেছেন তার ভিতর কি কি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

৫০০ টাকার নোট এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ

প্রধান বৈশিষ্ট্য গুলো নিম্নরূপঃ

হলোগ্রাফিক সুতা যার রং পরিবর্তনশীলঃ

৫০০ টাকার নোটের বামপাশে ৪ মিলিমিটার চওড়া চুলের বেণী সদৃশ একটি নিরাপত্তা সুতা রয়েছে, যার একটি অংশ লাল হতে সবুজ রংয়ে পরিবর্তিত হবে এবং অপর অংশ (উজ্জ্বল সোনালী বার) এ ‘৫০০ টাকা' লেখা রয়েছে। এই নোটটি যদি আলোর বিপরীতে ধরা হয় শুধু তখনই তা দৃশ্যমান হবে। আর নোটটি নাড়াচাড়া করলে এতে হলোগ্রাফিক ইমেজ দেখা যাবে ।

পিছনের অংশে ইন্ট্যাগ্লিও কালির অসমতল ছাপাঃ

প্রতিটি ৫০০ টাকার নোটের পিছনের দিকে ইন্ট্যাগ্নিও কালিতে বাংলাদেশের কৃষি কাজের চিত্র মুদ্রিত আছে, যা হাতের স্পর্শে উঁচু-নীচু অনুভূত হবে।

সামনের অংশে ইন্ট্যাগ্লিও কালির অসমতল ছাপাঃ

নোটের সামনের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বাংলাদেশ ব্যাংক লেখা এবং নোটের মূল্যমান ইন্ট্যাগ্লিও কালিতে মুদ্রিত আছে, যা হাতের স্পর্শে উঁচু-নীচু অনুভূত হবে ।

লুকায়িত ছাপাঃ

নোটের নিচের বর্ডারে সুপ্ত বা লুকানো অবস্থায় ৫০০ মুদ্রিত আছে। নোটটি অনুভূমিকভাবে ধরলে লুকানো লেখাটি দেখা যাবে।

অসমতল ছাপাঃ

ইন্ট্যাগ্লিও কালির অসমতল ছাপা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্ধদের জন্য নোটের ডানদিকে ৭টি সমান্তরাল লাইন ও এর নীচে ৪টি ছোট বৃত্ত ইন্ট্যাগ্নিও কালিতে মুদ্রিত আছে, যা হাতের স্পর্শে উঁচু-নীচু অনুভূত হবে।

জলছাপঃ

কাগজে জলছাপ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির নিচে ৫০০ লেখা এবং উপরে বামপাশে বাংলাদেশ ব্যাংকের লোগোর উজ্জ্বলতর জলছাপ রয়েছে।

কাগজের মানঃ

৫০০ টাকার নোটটি ১০০% কটন ফাইবার দ্বারা পরিবেশ বান্ধব উন্নত মানের কাগজে মুদ্রিত। এতে লাল, নীল ও হলুদ রংয়ের অদৃশ্য ফাইবার রয়েছে, যা UV (Ultra Voilet) লাইটে দৃশ্যমান হবে।

সকল উচ্চ মানের নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যঃ

এ সংক্রান্ত একটি ভিডিও দেখুনঃ আশা করি এখন থেকে আপনারা জাল নোট তৈরীর প্রতারক চক্র থেকে নিজেকে সহজেই বাচাতে পারবেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *