ব্যক্তিগত অথবা ব্যবসা অনেক কাজেই আমরা ব্যাংক লোন চাই। কিন্তু ব্যাংক লোন সম্পর্কে পরিস্কার ধারনা আমাদের অনেকেরই নাই। এ কারনে ব্যাংক হতে লোন গ্রহন করতে গিয়ে আমরা অনেক বিড়ম্বনায় পড়ি। ঋণ বিষয়ক বিভিন্ন কর্মশালায় অনেকেই গিয়ে থাকেন, এতে অনেক কিছু জানা যায়, কিন্তু সকলের পক্ষে সময় সুযগ করে এসব ক্ররমশালায় উপস্থিত হওয়া সম্ভব নয় বলে আমাদের এই আলোচনা।