অনেকেই সঠিক ভাবে দাঁতের যত্ন নিতে জানে না। যে কারণে খুব সহজেই আমরা নানাবিধ দাঁতের সমস্যায় পড়ি। সমস্যা ছোট হোক বা বড় হোক, সময় থাকতে দাঁতের চিকিৎসা করা খুব জরুরী। তাই দাঁত পরিস্কার রাখা খুব জরুরী। দাঁত পরিস্কার রাখতে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। খুব সহজেই দাঁতে বিভিন্ন খাদ্য দ্রব্য জমে কালো দাগের সৃষ্টি হয়। ঘরোয়া পদ্ধতিতে এই কালো দাঁত সাদা করার উপায় গুলো এখন আমরা জানব।
কালো দাঁত সাদা করার উপায়
দাঁত পরিস্কার রাখতে সময় মত প্রতিদিন দুই বার দাঁত পরস্কার করাই যথেষ্ট। কিন্তু বিভিন্ন বদভ্যাসের কারণে দাঁতে কালো দাগ সৃষ্টি হয়। এই কালো দাঁত সাদা করার জন্য বাড়তি কিছু উপাদান ব্যবহার করা যায়। দাঁত সাদা করার জন্য ব্যবহার করুনঃ- লেবুর রস
- কমলার খোসা
- মাশরুম
- গ্রিন টি
- বেকিং পাউডার
- কলা
- স্ট্রবেরি
- নারকেল তেল
- অ্যাপল সিডার ভিনিগার
- কয়লা
- লবণ