দাঁত তোলার পর করনীয়

কথায় বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। কথাটা যেমন সত্যি তেমনই এর পরিনাম ভয়াবহ। যারা এ কাজ করেন তাদের এর জন্য যথেষ্ট মুল্যও দিতে হয়। পরিনামে নষ্ট হয়ে যাওয়া সেই দাঁত তুলে ফেলতে হয়। কিন্তু দাঁত তোলার পরও কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাই দাঁত তোলার পর করনীয় বিষয়ে আমরা বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম। আর আমাদের এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ডাক্তার আশরাফুল ইসলাম।

যেকোন দাঁত তোলার পর করনীয় সাধারণ বিষয়ঃ

  • দাঁত তোলার পর ডাক্তার মাড়ির ভিতর তুলা গুজে দেন। সেই তুলা এক ঘন্টা পর ফেলবেন। এর পর নতুন করে ক্ষতস্থানে আর তুলা দেয়া যাবে না। খুব বেশী প্রয়োজন হলে বরফ দেয়া যেতে পারে।
  • অনেক সময় দেখা যায় তুলা ফেলার পর লাল বর্ণের লালা আসে। এভাবে লালা আসলে ভয় পাওয়ার তেমন কোন কারণ নেই।
  • দাঁত তােলার পর মুখের ভিতর অনবরত লালা আসতে পারে। এজন্য অনেকে কুলি করে থাকেন। অথবা কোন কিছু খাওয়ার পরও আমরা মুখ পরিস্কারের জন্য কুলি করে থাকি। তাই  অন্তত ২৪ ঘন্টার মধ্যে জোরে কুলি করা যাবে না।
  • পৱবতা ২৪ ঘন্টা অন্য পাশ দিয়ে নরম ও ঠান্ডা খাবার খেতে হবে। গরম ও শক্ত খাবার খাওয়া যাবে না।
  • দাঁত তােলার স্থানে (ফাকা অংশে) জমাট বাধা রক্ত কুলি করে বা কাঠি দিয়ে খুটিয়ে ফেলা যাবে না।
  • খেয়াল রাখতে হবে দাঁত তােলার স্থানে (ফাঁকা অংশে) যেন খাবার না থাকে।
  • ক্ষতস্থানে দিয়ে যদি পরবর্তী দিন রক্ত পড়তেই থাকে তবে আতি দ্রুত দন্ত চিকিৎসকের  পরামর্শ নিবেন।
  • দাঁত নিয়মিত ব্রাশ করতে হবে, তবে ক্ষতস্থানে ২/১ দিন না করা ভাল।
  • ২৪ ঘন্টা পর কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে হাল্কা ভাবে কুলি করবেন। এভাবে দিনে ৪/৫ বার করে ৫/৭ দিন করতে হবে।
  • দন্ত চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ঔষধ নিয়মিত খাবেন।

আশা করি দাঁত তোলার পর করনীয় বিষয়ক এসকল পরামর্শ আপনারা মেনে চলার চেষ্টা করব। আর নিয়ম গুলো মেনে চললে আমরা সকলেই  ভাল থাকব। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক ডাক্তার আশরাফুল ইসলাম এর সাথেও যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *