marketing@adseba.com
Dhaka Bangladesh

Digital Advertisement Service

test-01-1920-1243
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ও চাকুরী বিষয়ক বিস্তারিত তথ্য
Home » Visa Processing  »  কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ও চাকুরী বিষয়ক বিস্তারিত তথ্য
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ও চাকুরী বিষয়ক বিস্তারিত তথ্য
বিদেশে চাকুরী প্রত্যাশীদের নিকট এখন কানাডা একটি জনপ্রিয় এবং সুবিধাজনক দেশ। কানাডা সরকার বিভিন্ন শ্রেণী-বিভাগে এই চাকুরী প্রার্থীদের চাকুরীর অনুমতি তথা কানাডা ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করে থাকে। তাই বিভিন্ন পেশাদার ও দক্ষ কর্মীরা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডায় কাজের সুযোগ গ্রহন করতে পারেন। কানাডায় চাকুরী করার জন্য বিদেশী পেশাদার ও দক্ষ কর্মীদের কিছু শর্ত পূরণ ও যোগ্যতা অর্জন করতে হয়। তবেই তারা কানাডিয়ান সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন অভিবাসন সুবিধা লাভের যোগ্য বলে বিবেচিত হন। পরবর্তীতে সকল শর্ত পূরণ সাপেক্ষে অভিবাসন যোগ্যতা অর্জনকারী সফল আবেদনকারীগণ স্থায়ীভাবে কানাডায় থাকার ভিসা বা পি আর পেয়ে থাকেন। এখানে আমরা চেষ্টা করব কানাডার বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা এবং চাকুর বিষয়ক বিস্তারিত তথ্য গুলো সুন্দর ভাবে উপস্থাপন করতে।

বিভিন্ন ধরনের কানাডা ওয়ার্ক পারমিট ভিসা

বর্তমানে কানাডিয়ান সরকার বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করে চলেছে। সুযোগ সুবিধার বিচারে এ সকল ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। একেক ভিসার সুযোগ সুবিধা একেক রকম। যেমনঃ
  • ফেডারেল স্কিলড ওয়ার্কার
  • ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম
  • প্রোভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম
  • কুইবেক দক্ষ কর্মী

ফেডারেল স্কিলড ওয়ার্কার

ফেডারেল স্কিলড ওয়ার্কার বা এফ এস ডাব্লু ভিসার ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে যারা বিভিন্ন কাজে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন। অর্থাৎ আপনার যোগ্যতা আর দক্ষতা যদি কানাডার দক্ষ জনবলের  ঘাটতি পূরণ করতে সহায়ক হয় তবেই আপনি এই ভিসার মাধ্যমে চাকুরীর সুযোগ লাভ করবেন। কানাডিয়ান অর্থনীতিতে অবদান রাখার যোগ্যতা, দক্ষতা বা অভিজ্ঞতা সম্পন্ন বিদেশী লোকেদের জন্যই কানাডিয়ান সরকার এই ভিসা প্রদানের ব্যবস্থা নিয়েছে। এই ভিসার আবেদনকারীরা কানাডায় যে কোনো জায়গায় মাইগ্রেট করতে এবং বসতি স্থাপন করতে পারে। নির্দিষ্ট কোন অঞ্চলের উপর কোন রকম বিধি নিষেধ নেই।

ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম

কানাডার দক্ষতাপূর্ণ বানিজ্য ঘাটতি পূরণের জন্য এবংকানাডিয়ান অর্থনীতিতে অবদান রাখার জন্য সে দেশের সরকার ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম চালু করেছে। এর আওতায় আপনিও ভিসা পেতে পারেন। কিন্তু আপনাকে বাণিজ্যের ঘাটতি পূরণ করতে এবং কানাডিয়ান অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম বলে যোগ্যতা প্রমাণ করতে হবে।

প্রোভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম

এই প্রোগ্রামটি তৈরী করা হয়েছে কানাডার নির্দিষ্ট প্রদেশে বা রাজ্য শ্রমিকের ঘাটতি পূরণ করার জন্য। এ কারণে আবেদনকারীদেরকে কানাডায় যেকোন জায়গায় অভিবাসন ও স্থায়ী হওয়ার আগে একটি নির্দিষ্ট প্রদেশে ন্যূনতম.২ বছরের জন্য থাকতে হয়।

কুইবেক দক্ষ কর্মী প্রোগ্রাম

যারা কুইবেকে স্থায়ী হতে চায় তাদের জন্য পৃথক একটি প্রোগ্রাম করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত, দক্ষ, ও উচ্চ শিক্ষিত বিদেশী নাগরিকদের কুইবেক সরকার কানাডায় স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ দিয়ে থাকে। অভিবাসী প্রত্যাশীদের এ প্রোগ্রামের আওতায় আবেদন করতে হয়। তাদেরকে কিছু নির্বাচনী বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং একটি পয়েন্ট দেওয়া হয়। যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় পর্যাপ্ত পয়েন্ট পান তাদেরকে একটি কুইবেক সিলেকশন সার্টিফিকেট দেয়া হয়। এই সার্টিফিকেটটি দিয়ে অভিবাসন ভিসার জন্য আবেদন করা হয়।

কৃতজ্ঞতায়ঃ

এস এস পি বাংলাদেশ 

যোগাযোগঃ

বিস্থারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এস এস পি বাংলাদেশ  অথবা আপনার বিশেষ কোন পরামর্শ থাকলে আমাদের এ্যাড সেবা ফেসবুক অফিসিয়াল পেজে ও জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *